LAST UPDATED: OCT 2, 2023
“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল” কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত একটি সড়ক যেটা বঙ্গবন্ধু টানেল এবং কর্ণফুলী টানেল নামেও পরিচিত। মুলত কর্ণফুলী নদীর দুই তীরবর্তি অঞ্চল গুলো সংযুক্ত করতে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে। এই টানেল এর সাহায্যে ঢাকা,চট্টগ্রাম,কক্সবাজার মহাসড়ক যুক্ত হবে। বাংলাদেশের প্রথম টানেল এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম এই সড়ক টানেলের দৈর্ঘ্য ৩.৪৩ কিলোমিটার। বঙ্গবন্ধু টানেল এর কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি।
Table of contents
Open Table of contents
এক নজরে বঙ্গবন্ধু টানেল প্রকল্প
- ভিত্তিপ্রস্তর স্থাপনঃ ১৪ অক্টোবর ২০১৬
- কাজ শুরুঃ ২৪ ফেব্রুয়ারি ২০১৯
- দৈর্ঘ্যঃ ৩.৪৩ কিলোমিটার
- নির্মানকারী প্রতিষ্ঠানঃ চায়না কমিউনিকেশন এ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি)
- টানেল শুরুঃ চট্টগ্রাম শহরপ্রান্তের নেভাল একাডেমি
- টানেল শেষঃ কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড কারখানার মাঝামাঝি
- গভীরতাঃ কর্ণফুলী নদীর মধ্যভাগে ১৫০ ফুট গভীর
- নির্মান ব্যয়ঃ ১০ হাজার ৩৭৪ কোটি টাকা
- সম্ভাব্য উদ্বোধনঃ ২৪ ফেব্রুয়ারী ২০২৩
- অর্থায়নঃ ২ শতাংশ হার সুদে ৫ হাজার ৯১৩ কোটি টাকা দিচ্ছে করছে চীনের এক্সিম ব্যাংক। বাকি ৪ হাজার ৪৬১ কোটি টাকা বাংলাদেশ সরকার এর নিজস্ব অর্থায়ন।
বঙ্গবন্ধু টানেল এর উদ্বোধন
নিরাপত্তা বিষয়ক ট্রায়াল রান (পরীক্ষামূলক প্রস্তুতি) সম্পন্ন হয়েছে ২ অক্টোবর দুপুরে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও পুলিশের কয়েক ঘণ্টার এ যৌথ পরিচালনায়। আগামী ২৮ অক্টোবর ২০২৩ তারিখে এই টানেল উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেল উদ্বোধন করার কথা রয়েছে। পরদিন থেকেই টানেলের ভেতর দিয়ে চলবে গাড়ি।
বঙ্গবন্ধু টানেল এর প্রস্তাবিত টোল
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বঙ্গবন্ধু টানেলে চলাচলকৃত গাড়ীর জন্য একটি টোল এর তালিকা প্রস্তাব করেছে। এটি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রস্তাবনাটি হলোঃ
- প্রাইভেট কার, জিপ ও পিকআপঃ ২০০ টাকা
- মাইক্রোবাসঃ ২৫০ টাকা
- ৩১ বা তার চেয়ে কম আসনের বাসঃ ৩০০ টাকা
- ৩২ বা তার চেয়ে কম আসনের বাসঃ ৪০০ টাকা
- ৫ টন এর কমের ট্রাকঃ ৪০০ টাকা
- ৫ টন থেকে ৮ টনের কম ট্রাকেরঃ ৫০০ টাকা
- ৮ থেকে ১১ টনের ট্রাকঃ ৬০০ টাকা
- তিন এক্সেল ট্রাকঃ ৮০০ টাকা
- চার এক্সেল ট্রেইলরঃ ১০০০ টাকা
- চার এক্সেল এর বেশি ট্রেইলরঃ ১০০০ টাকা এবং প্রতি এক্সেল এর জন্য ২০০ টাকা
বঙ্গবন্ধু টানেল এ মোটরসাইকেল এবং তিন চাকার যানবাহন
আপাতত টানেল এর ভিতরে মোটরসাইকেল এবং তিন চাকার কোনো যানবাহন চলাচলের অনুমতি পাচ্ছে না।
To view this post in English Click Here