বাংলাদেশের সেরা ১০ টি কামিল মাদ্রাসা

by Refat Shahriear ⋅ Last Updated :
March 6, 2024 | 06:00 PM

LAST UPDATED: APR 15, 2024

হাদিস শরীফে এসেছে, “দীনি বিদ্যা অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।” তাই দীনি ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে অনেক অভিভাবক তাঁদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করান। বাংলাদেশে বেশ কয়েক শ্রেণির মাদ্রাসা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো কামিল মাদ্রাসা। সেরা ১০ টি কামিল মাদ্রাসা নিয়ে এই ব্লগটি সাজানো হয়েছে।

Table of contents

Open Table of contents

বাংলাদেশে মোট মাদ্রাসার সংখ্যা

দেশে সরকারিভাবে স্বীকৃত মোট মাদ্রাসার সংখ্যা ১৫ হাজারের অধিক। ২০২২ সালে শিক্ষামন্ত্রী দীপু মণির দেওয়া তথ্যমতে, কওমি মাদ্রাসার সংখ্যা ১৯ হাজার ১৯৯টি। সরকারিভাবে দেশে মাত্র ৩টি আলিয়া মাদ্রাসা রয়েছে। এছাড়াও সহস্রাধিক বেসরকারি ও এলাকাভিত্তিক স্থানীয় মাদ্রাসা রয়েছে। দেশে কামিল মাদ্রাসার সংখ্যা প্রায় ২৫০ টির কাছাকাছি। বাংলাদেশের সকল কামিল ও ফাজিল মাদ্রাসা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

বাংলাদেশে কি কি ধরনের মাদ্রাসা রয়েছে?

আমাদের দেশে মোট ৪ ধরনের মাদ্রাসা বিদ্যমান, যথা-

১. আলীয়া মাদ্রাসা।

২. ক্বাওমী মাদ্রাসা।

৩. হিফয বা হাফেজীয়া মাদ্রাসা।

৪. এবতেদায়ী মাদ্রাসা।

একনজরে মাদ্রাসার সকল শ্রেণি বা ডিগ্রিসমূহ

মাদরাসা শিক্ষার ধাপ হলো চারটি-

১. নূরানী/ নাজেরা শ্রেণি !

২. হিফজ শ্রেণি!

৩. কিতাব বিভাগ!

৪. মাস্টার্স ডিগ্রি !

এছাড়াও সাধারণ মাদ্রাসা শিক্ষার অধীনে সাধারণ শিক্ষার পাশাপাশি বিভিন্ন আরবি বিষয়াবলী পাঠ করানো হয়।

কামিল মাদ্রাসা কি?

কামিল মাদ্রাসা মূলত মাদ্রাসা বিভাগের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে অধ্যয়ন শেষে শিক্ষার্থীরা সরাসরি কামিল পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে। কামিল মাদ্রাসা বা কামিল পরীক্ষা (আরবি: اختبار كامل) বা টাইটেল পরীক্ষা হল বাংলাদেশের আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সরকারি পরীক্ষা। নীতিমালা অনুযায়ী এটি বাংলাদেশের সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির সমমান।

কিভাবে আমরা মাদ্রাসাগুলো মূল্যায়ন করেছি?

সেরা ১০ টি কামিল মাদ্রাসা নির্বাচন ও মূল্যায়নের ক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয় বিবেচনা করেছি। যার মাঝে মাদ্রাসার অবস্থান, ক্যাম্পাস, শিক্ষক ও শিক্ষার মান ও পাঠ্যক্রমের যথাযথ অনুসরণ। বিষয়গুলির উপর ভিত্তি করে আমরা মাদ্রাসাগুলোর র‍্যাঙ্কিং করেছি।

একনজরে বাংলাদেশের সেরা ১০ টি কামিল মাদ্রাসা -

একনজরে বাংলাদেশের সেরা ১০ টি কামিল মাদ্রাসা নিম্নরূপ-

১. তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা।

২. ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা।

৩. সরসিনা দারুস সুন্নাত আলিয়া (কামিল) মাদ্রাসা।

৪. দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা।

৫. জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা।

৬. জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিলা মাদ্রাসা।

৭. পাবনা ইসলামিয়া আলিম মাদ্রাসা।

৮. মদীনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদরাসা।

৯. খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসা।

১০. তানযীমুল উম্মাহ মাদরাসা।



মাদ্রাসাসমুহের বিস্তারিত তথ্য

১. তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা বাংলাদেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় কামিল মাদ্রাসা। শতকরা ৯৯ ভাগ গড় পাশের হার সম্বলিত এই মাদ্রাসাটির রয়েছে সুবিশাল ও মনোরম নিজস্ব ক্যাম্পাস।

  • EIIN : 108478
  • ঠিকানাঃ ৩১৫, মীরহাজিরবাগ, কাজীবাড়ী, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
  • ওয়েবসাইট: tmt.edu.bd
  • ফোন ঃ এখানে ক্লিক করুন

২. ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা

ঝালকাঠি এন এস কামিল বৃহত্তর ঝালকাঠি সদরের একটি স্বনামধন্য কামিল মাদ্রাসা। মাদ্রাসাটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে।

  • EIIN: 101688
  • ওয়েবসাইট: nsmadrasah.com
  • ঠিকানাঃ ২৬২, হযরত কায়েদ সাহেব হুজুর রোড, ঝালকাঠি -৮৪০০
  • ফোনঃ এখানে ক্লিক করুন

৩. সরসিনা দারুস সুন্নাত আলিয়া (কামিল) মাদ্রাসা

সরসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসা প্রতিটি শিক্ষার্থীদের যথাযত সুন্নত মোতাবেক চলার ও বজায় রাখার জন্য সুনামধন্য।সরসিনা মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীরা সর্বদা নিজেদেরকে কুরআন ও সুন্নাহ মেনে চলার চেষ্টা করেন।

৪. দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা

দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা বাংলাদেশের শীর্ষ বেসরকারি কামিল মাদ্রাসা। প্রতি বছর এই মাদ্রাসার পাসের হার প্রায় ৯০%+ মাদ্রাসাটির রয়েছে নিজস্ব দীনি ব্যবস্থাপনা।

৫. জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা

জামেয়া কাসেমিয়া কামিল বৃহত্তর নরসিংদী জেলার একটি শীর্ষ কামিল মাদ্রাসা। মাদ্রাসাটির শিক্ষার ৩ টি গ্রুপ রয়েছে এবং শিক্ষার মান খুবই উন্নত। বরাবরই মাদ্রাসাটি শতভাগ পাশের হার ধরে রেখেছে।

৬. জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিলা মাদ্রাসা

জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিলা মাদ্রাসা মেয়েদের জন্য একটি শীর্ষ কামিল মাদ্রাসা। এই মাদ্রাসাটির পাসের হার শতভাগ। এই মাদ্রাসার সকল শিক্ষক বিশেষ বিষয়ে অত্যন্ত বিশেষজ্ঞ।

৭. পাবনা ইসলামিয়া আলিম মাদ্রাসা

পাবনা ইসলামী আলিম মাদ্রাসা পাবনা জেলার শীর্ষ ইসলামিক প্রতিষ্ঠান। পাবনা আলিম মাদ্রাসার ছাত্রের জীবনধারা খুবই বন্ধুত্বপূর্ণ। প্রতিবছর পাবলিক পরীক্ষায় মাদ্রাসাটি শীর্ষস্থান ধরে রেখেছে।

৮. মদীনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদরাসা

মদীনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদরাসা রাজধানী ঢাকা শহরের একটি স্বনামধন্য মহিলা কামীল মাদ্রাসা।

৯. খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসা

খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসা ইসলামের ইতিহাস, ধর্ম, নিয়মকানুন এবং বিধিবিধানে শিক্ষার্থীদের তাদের সেবা প্রদান করে। এটি একটি বেসরকারী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসাটি বিভিন্ন পর্যায়ে জনসাধারণের অনুদানের ভিত্তিতে তাদের সমস্ত পরিষেবা প্রদান করে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য সহশিক্ষা কার্যক্রম ও ডে কেয়ার সুবিধাও রয়েছে।

১০. তানযীমুল উম্মাহ মাদরাসা

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি অলাভজনক এবং অরাজনৈতিক সংস্থা; যার অধীনে তানযীমুল উম্মাহ মাদরাসা বেশ স্বনামধন্য একটি কামিল মাদরাসা। সুবিশাল নিজস্ব ক্যাম্পাস, নিজস্ব ব্যবস্থাপনা সম্বলিত মাদ্রাসাটির ফলাফলও বেশ ঈর্ষণীয় ।

  • ঠিকানাঃ সেক্টর # ১৩, রোড # 0৭, বাড়ি # ৪২ উত্তরা, ঢাকা-১২৩০
  • ওয়েবসাইট ঃ tanzimulummah.org
  • ফোনঃ 01811-473335

মাদ্রাসা সম্পর্কিত অন্যান্য ব্লগসমুহ

ঢাকার সেরা ১০টি মহিলা মাদ্রাসা

Top 10 English Medium Madrashas in Bangladesh

কিভাবে বাংলাদেশ এর সকল স্কুল , কলেজ , মাদ্রাসা এর EIIN এবং এর বিস্তারিত তথ্য পাওয়া যাবে?

বাংলাদেশ এর সকল স্কুল , কলেজ , মাদ্রাসা এর EIIN এবং এর বিস্তারিত তথ্য পেতে আমাদের এই ভিডিও ব্লগটি দেখুন

বাংলাদেশের সকল স্কুল , কলেজ , মাদ্রাসার EIIN এর তালিকা


About Author:

Refat Shahriear
Digital Marketing Specialist | Digital Marketing Intern at Metacom Solution | Connect with me at Refat Shahriear

বাংলাদেশের সেরা ১০ টি কামিল মাদ্রাসা

Sponsored Products

আরো দেখুন


Articles from partners

    EduportalBD Mobile App

    Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

    App download Call to Action