ঢাকার সেরা ১০টি মহিলা মাদ্রাসা

by Refat Shahriear ⋅ Last Updated :
March 6, 2024 | 06:00 PM

LAST UPDATED: MAR 7, 2024

Table of contents

Open Table of contents

বাংলাদেশে মোট মাদ্রাসার সংখ্যা

দেশে সরকারিভাবে স্বীকৃত মোট মাদ্রাসার সংখ্যা ১৫ হাজারের অধিক। ২০২২ সালে শিক্ষামন্ত্রী দীপু মনির দেওয়া তথ্যমতে, কওমি মাদ্রাসার সংখ্যা ১৯ হাজার ১৯৯টি। সরকারিভাবে দেশে মাত্র ৩টি আলিয়া মাদ্রাসা রয়েছে। এছাড়াও সহস্রাধিক বেসরকারি ও এলাকাভিত্তিক স্থানীয় মাদ্রাসা রয়েছে।

বাংলাদেশে কি কি ধরনের মাদ্রাসা রয়েছে?

আমাদের দেশে মোট ৪ ধরনের মাদ্রাসা বিদ্যমান- ১. আলীয়া মাদ্রাসা ২. ক্বাওমী মাদ্রাসা ৩. হাফেজীয়া বা হিফয মাদ্রাসা ৪. এবতেদায়ী মাদ্রাসা

একনজরে মাদ্রাসার সকল শ্রেণি বা ডিগ্রিসমূহ

কওমী মাদরাসা শিক্ষার ধাপ হলো চারটি-

১. নূরানী/ নাজেরা !

২. হিফজ!

৩. কিতাব বিভাগ!

৪. মাস্টার্স ডিগ্রি !

এছাড়াও সাধারণ মাদ্রাসা শিক্ষার অধীনে সাধারণ শিক্ষার পাশাপাশি বিভিন্ন আরবি বিষয়াবলী পাঠ করানো হয়।

কিভাবে আমরা মাদ্রাসাগুলো মূল্যায়ন করেছি?

মেয়েদের জন্য ঢাকার সেরা ১০ টি মাদ্রাসা নির্বাচন ও মূল্যায়নের ক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয় বিবেচনা করেছি। যার মাঝে মাদ্রাসার অবস্থান, ক্যাম্পাস, শিক্ষক ও শিক্ষার মান ও পাঠ্যক্রমের যথাযথ অনুসরণ। বিষয়গুলির উপর ভিত্তি করে আমরা মাদ্রাসাগুলোর র‍্যাঙ্কিং করেছি। যেহেতু ব্লগটি মেয়েদের মাদ্রাসা নিয়ে লেখা, সে ক্ষেত্রে নারীবান্ধব শিক্ষার বিষয়টিও মূল্যায়ন করা হয়েছে ।

একনজরে মেয়েদের জন্য ঢাকায় সেরা ১০টি মাদ্রাসা

১. তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা।

২. তানজিমুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসা।

৩. মিরপুর জামিয়া সিদ্দিকীয়া নুরানি মহিলা মাদ্রাসা।

৪. জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসা।

৫. হযরত খাদিজা (রা) আদর্শ মহিলা মাদ্রাসা।

৬. তালিমুল উসওয়া মহিলা মাদ্রাসা।

৭. মাহমুদা খাতুন মহিলা কামিল মাদ্রাসা।

৮. আদর্শ ইসলামি মিশন মহিলা কামিল মাদ্রাসা।

৯. মাহমুদিয়া মহিলা মাদ্রাসা।

১০. দারুল উলুম বাইতুল জান্নাত মহিলা মাদ্রাসা

মাদ্রাসাগুলোর বিস্তারিত বর্ণনা নিম্নরূপ-

১. তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা

তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা ঢাকার একটি স্বনামধন্য মহিলা মাদ্রাসা। মাদ্রাসাটির পাঠদান ও মূল্যায়ন প্রক্রিয়া ভিন্ন ও উন্নত হওয়ার কারণে প্রতিবছর এর নারী শিক্ষার্থীদের সফলতার হার ইর্ষনিয়। এর রয়েছে সুবিশাল নিজস্ব ও নারীবান্ধব ক্যাম্পাস।

  • ঠিকানাঃ ৮৩/৪ বাদশা মিয়া রোড, মাতুয়াইল, ডেমরা।

  • ওয়েবসাইটঃ https://www.tmm.edu.bd/

  • ফোনঃ ০১৮১৯-৪৯৮৫১২, ০১৯৩৩-২৩৪৫৭৫

এই মাদ্রাসা সম্পর্কিত আরো তথ্য জানতে ক্লিক করুন এখানে

২. তানজিমুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসা

তানজিমুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসায় হিফজের পাশাপাশি নানান ইসলামিক সহ শিক্ষা কার্যক্রমের জন্য সুনাম রয়েছে। মেয়েদের হিফজে দক্ষ করে তোলার পাশাপাশি নানান ইসলামিক চর্চা শিক্ষা দেওয়া হয়।

  • ঠিকানাঃ হাউস ৪৪, রোড ১৮, সেক্টর ১৪, উত্তরা, ঢাকা।

  • ওয়েবসাইটঃ https://www.tanzimulummah.org/

  • ফোনঃ ০১৮১১-৪৭৩৩৩৫

৩. মিরপুর জামিয়া সিদ্দিকীয়া নুরানি মহিলা মাদ্রাসা

মিরপুর জামিয়া সিদ্দিকীয়া নুরানি মহিলা মাদ্রাসা একটি আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ার সুবিধা সম্বলিত একটি স্বনামধন্য মহিলা মাদ্রাসা। মাদ্রাসাটির রয়েছে নিজস্ব ক্যাম্পাস ও দক্ষ নারী শিক্ষিকামণ্ডলী।

  • ঠিকানাঃ ৪ নং হাজি রোড, মিরপুর।

  • ফোনঃ ০১৯২৯-১২৯৮৮৫

৪. জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসা

জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসা বৃহত্তর যাত্রাবাড়ী এলাকার একটি সুনামধন্য মাদ্রাসা। মনোরম ও নিরিবিলি পরিবেশে নিজস্ব ক্যাম্পাসের পাশাপাশি মাদ্রাসাটির রয়েছে দক্ষ শিক্ষকমণ্ডলী।

  • ঠিকানাঃ ১৪৫ উত্তর যাত্রাবাড়ী, শহীদ ফারুক সড়ক, (যাত্রাবাড়ী প্রাইমারি স্কুল সংলগ্ন)।

  • ওয়েবসাইটঃ https://www.jannatulbanat.com/

  • ফোনঃ ০১৯০৯-১০৭৯০৩, ০১৭৪৮-১৯৯৯৯১

এই মাদ্রাসা সম্পর্কিত আরো তথ্য জানতে ক্লিক করুন এখানে

৫. হযরত খাদিজা (রা) আদর্শ মহিলা মাদ্রাসা

হযরত খাদিজা (রা) আদর্শ মহিলা মাদ্রাসাটি বেশ সুপরিচিত মহিলা মাদ্রাসা, যেখানে মাদ্রাসার সকল শাখায় পাঠদান করানো হয়।

  • ঠিকানাঃ হাউস ৮৬, রোড ২, উত্তর আদাবর, শ্যামলী ১২১৭।

  • ফোনঃ ০১৯১৩-৭৬৮৫৬৯

৬. তালিমুল উসওয়া মহিলা মাদ্রাসা

এটি একটি বেসরকারি মাদ্রাসা এবং এটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিভুক্ত। মাদ্রাসাটিতে দাখিল, আলিম এবং ফাজিল স্তরে পাঠদান করা হয়। মাদ্রাসাটিতে মেয়েদের জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে।

  • ঠিকানাঃ রায়ের বাজার হাশেম খান রোড, ঢাকা।

  • ফোনঃ ০১৯২৬-৮৩২৮৯৩

৭. মাহমুদা খাতুন মহিলা কামিল মাদ্রাসা

মাহমুদা খাতুন মহিলা কামিল মাদ্রাসা ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত একটি বেসরকারি মহিলা মাদ্রাসা। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিভুক্ত এবং দাখিল, আলিম এবং ফাজিল স্তরে পাঠদান করা হয়।

  • ঠিকানাঃ ৩১ আবুল খয়রত রোড, ঢাকা ১১০০।

  • ফোন ঃ ০১৭৭৮-৮৩৭৪০৯

এই মাদ্রাসা সম্পর্কিত আরো তথ্য জানতে ক্লিক করুন এখানে

৮. আদর্শ ইসলামি মিশন মহিলা কামিল মাদ্রাসা

আদর্শ ইসলামি মিশন মহিলা কামিল মাদ্রাসা ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থিত একটি উল্লেখযোগ্য আলিয়া মাদ্রাসা।

  • ঠিকানাঃ কাজী নজরুল ইসলাম রোড, ঢাকা।

  • ওয়েবসাইটঃ https://adarshamadrasah.business.site/

  • ফোনঃ ০১৭৩২-৩০২২৮৬

এই মাদ্রাসা সম্পর্কিত আরো তথ্য জানতে ক্লিক করুন এখানে

৯. মাহমুদিয়া মহিলা মাদ্রাসা

মাহমুদিয়া মহিলা মাদ্রাসা ঢাকার খিলগাঁও এলাকায় অবস্থিত একটি বেসরকারি মহিলা মাদ্রাসা।

  • ঠিকানাঃ ৪৯ খিলগাঁও বাগিচা, (বাগিচা মসজিদ সংলগ্ন), ঢাকা।

  • ফোনঃ ০২-৯৩৫৫০৭৩

১০. দারুল উলুম বাইতুল জান্নাত মহিলা মাদ্রাসা

শান্তিপুরের দারুল উলুম বাইতুল জান্নাত মহিলা মাদ্রাসা কামিল স্তর পর্যন্ত মেয়েদের ইসলামি শিক্ষাসহ সাধারণ শিক্ষা দান করে। এই বেসরকারি মাদ্রাসায় হোস্টেলের ব্যবস্থা এবং সুগঠিত পাঠ্যক্রম রয়েছে।

ঠিকানাঃ ৩০৭/৫ শান্তিপুর, রোড নং ৩, ঢাকা।

বাংলাদেশের সকল স্কুল , কলেজ , মাদ্রাসা এর বিস্তারিত তথ্য এর জন্য ডাউনলোড করুন Eduportalbd App.

About Author:

Refat Shahriear
Digital Marketing Specialist | Digital Marketing Intern at Metacom Solution | Connect with me at Refat Shahriear

ঢাকার সেরা ১০টি মহিলা মাদ্রাসা

Sponsored Products

আরো দেখুন


EduportalBD Mobile App

Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

App download Call to Action