একাদশ শ্রেণী ভর্তি প্রক্রিয়া (২০১৬-২০১৭) | অনলাইন এবং SMS

by saif71 ⋅ Last Updated :
May 25, 2016 | 06:59 PM

গুরুত্বপুর্ন তারিখ সমুহঃ

অনলাইনে আবেদন শুরু: ২৬ মে, ২০১৬
অনলাইনে আবেদন শেষ তারিখ: ৯ জুন, ২০১৬

নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ ঃ ১৬ জুন ২০১৬

প্রথম মেধাতালিকার শিক্ষার্থীদের ভর্তি শুরুঃ ১৮ জুন থেকে ৩০ জুন
দ্বিতীয় মেধাতালিকা প্রকাশঃ ৬ জুলাই ২০১৬
দ্বিতীয় মেধাতালিকার শিক্ষার্থীদের ভর্তি শুরুঃ ৭ জুলাই থেকে ১০ জুলাই

রিলিজ স্লিপ এর মাধ্যমে অ্যাপ্লিকেশন তারিখ: ৭ জুলাই থেকে ৮ জুলাই, ২০১৬

রিলিজ স্লিপ ফলাফল: ৯ জুলাই,২০১৬

ভর্তিযোগ্যতাঃ ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের এসএসসি উত্তীর্ণ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের পরীক্ষার্থী।

আবেদন ফিঃ অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১ টি কলেজে আবেদন করলে ১৫০/- টাকা এবং ১০টি কলেজে আবেদন করলেও ১৫০/- চার্জ । অনলাইনে মাত্র একবারই আবেদন করা যাবে। এসএমএসে প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি দিতে হবে।

আপনার কাঙ্খিত কলেজের EIIN নম্বর জানা না থাকলে জেনে নিন এখানে।

ভর্তি ফিঃ

SMS এর মাধ্যমে ভর্তির আবেদন –

SMS এর মাধ্যমে আবেদন শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে করা যাবে। আবেদনের জন্য মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে এভাবে টাইপ করতে হবে-

CAD <space> ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIIN<space>ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর <space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর<space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর<space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন <space>ভর্তিচ্ছু শিফটের নাম <space>ভার্সন<space>কোটার নাম

এরপর মেসেজটি send করতে হবে ১৬২২২ নাম্বারে ।
উদাহরণ: CAD 696954 SC DHA 123456 2016 D B FQ

অনলাইনে আবেদন

ভর্তিচ্ছু গ্রুপের কিওয়ার্ডঃ

* সাধারন বোর্ডঃ

* মাদরাসা বোর্ডঃ

* কারিগরি শিক্ষা বোর্ডঃ

শিফটের ক্ষেত্রেঃ

ভার্সনের ক্ষেত্রেঃ

কোটার ক্ষেত্রেঃ

একাদশ শ্রেণী ভর্তি প্রক্রিয়া (২০১৬-২০১৭) | অনলাইন এবং SMS

Sponsored Products

আরো দেখুন


EduportalBD Mobile App

Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

App download Call to Action