গুরুত্বপুর্ন তারিখ সমুহঃ
অনলাইনে আবেদন শুরু: ২৬ মে, ২০১৬
অনলাইনে আবেদন শেষ তারিখ: ৯ জুন, ২০১৬
নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ ঃ ১৬ জুন ২০১৬
প্রথম মেধাতালিকার শিক্ষার্থীদের ভর্তি শুরুঃ ১৮ জুন থেকে ৩০ জুন
দ্বিতীয় মেধাতালিকা প্রকাশঃ ৬ জুলাই ২০১৬
দ্বিতীয় মেধাতালিকার শিক্ষার্থীদের ভর্তি শুরুঃ ৭ জুলাই থেকে ১০ জুলাই
রিলিজ স্লিপ এর মাধ্যমে অ্যাপ্লিকেশন তারিখ: ৭ জুলাই থেকে ৮ জুলাই, ২০১৬
রিলিজ স্লিপ ফলাফল: ৯ জুলাই,২০১৬
ভর্তিযোগ্যতাঃ ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের এসএসসি উত্তীর্ণ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের পরীক্ষার্থী।
আবেদন ফিঃ অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১ টি কলেজে আবেদন করলে ১৫০/- টাকা এবং ১০টি কলেজে আবেদন করলেও ১৫০/- চার্জ । অনলাইনে মাত্র একবারই আবেদন করা যাবে। এসএমএসে প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি দিতে হবে।
আপনার কাঙ্খিত কলেজের EIIN নম্বর জানা না থাকলে জেনে নিন এখানে।
ভর্তি ফিঃ
- মফস্বল/পৌর (উপজেলা) এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকূল্যে ১ হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকার বেশি হবে না।
- ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ৫ হাজার টাকার বেশি নিতে পারবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকায় আংশিক এমপিওভুক্ত বা এমপিও বর্হিভূত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও এমপিও বর্হিভূত শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের জন্য ভর্তির সময় ভর্তি ফি, সেশন চার্জ ও উন্নয়ন ফি বাবদ বাংলা মাধ্যমে ৯ হাজার টাকা এবং ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি নিতে পারবে না।
- কোনো শিক্ষার্থীর কাছ থেকে অনুমোদিত ফি’র বেশি নেওয়া যাবে না এবং অনুমোদিত সব ফি গ্রহণের ক্ষেত্রে যথাযথ রশিদ প্রদান করতে হবে।
- দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উল্লিখিত ফি যতদূর সম্ভব মওকুফের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
SMS এর মাধ্যমে ভর্তির আবেদন –
SMS এর মাধ্যমে আবেদন শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে করা যাবে। আবেদনের জন্য মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে এভাবে টাইপ করতে হবে-
CAD <space> ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIIN<space>ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর <space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর<space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর<space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন <space>ভর্তিচ্ছু শিফটের নাম <space>ভার্সন<space>কোটার নাম
এরপর মেসেজটি send করতে হবে ১৬২২২ নাম্বারে ।
উদাহরণ: CAD 696954 SC DHA 123456 2016 D B FQ
- এখানে 696954-ভর্তিচ্ছু কলেজ/সমমান প্রতিষ্ঠানের EIIN
- SC-ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর (Science= SC)
- DHA-এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর
- 123456-আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর
- 2016-এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন
- D- শিফটের নামের প্রথম অক্ষর
- B-ভার্সন এর প্রথম অক্ষর
- FQ- মুক্তিযোদ্ধা কোটা)।
ভর্তিচ্ছু গ্রুপের কিওয়ার্ডঃ
* সাধারন বোর্ডঃ
- Science এর জন্য SC
- Humanitie এর জন্য HU
- Business Studies এর জন্য BS
- Home Economics এর জন্য HE
- Islamic Studies এর জন্য ISএবং
- Music এর জন্য MC লিখতে হবে।
* মাদরাসা বোর্ডঃ
- Science এর জন্য SC
- General এর জন্য GE
- Muzabbid এর জন্য MU লিখতে হবে।
* কারিগরি শিক্ষা বোর্ডঃ
- [ HSCVOC (Agro Machinary AM Automobile এর জন্য AU
- Building Maintenance and Construction এর জন্য BC
- Clothing and Garments Finishing এর জন্য CG
- Computer Operation and Maintenance এর জন্য CO
- Drafting Civil এর জন্য DC
- Electronic Works and Maintenance এর জন্য EW
- Electronic Control and Communication এর জন্য EC
- Fish Culture and Breeding এর জন্য FC
- Industrial Wood Working এর জন্য IW ]
- [ HSCBM (Accounting এর জন্য HA
- Banking এর জন্য HB
- Computer Operation এর জন্য HC
- Entreprenuership Development এর জন্য HE)
- [ Dip-In-Commerce (Shorthand এর জন্য DS, Accounting এর জন্য DA)] লিখতে হবে।
শিফটের ক্ষেত্রেঃ
- Morning এর জন্য M
- Day এর জন্য D
- Evening এর জন্য E এবং
- ভর্তিচ্ছু কলেজের যদি কোন শিফট না থাকে সে ক্ষেত্রে N লিখতে হবে।
ভার্সনের ক্ষেত্রেঃ
- বাংলা ভার্সনের ক্ষেত্রে B আর ইংলিশ ভার্সন এর ক্ষেত্রে E লিখতে হবে।
কোটার ক্ষেত্রেঃ
- মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রনালয়,
- শিক্ষা মন্ত্রনালয়ের অধিনস্ত দপ্তরসমুহ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সন্তানদের কোটার জন্য EQ এবং
- সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘোষিত বিশেষ কোটার জন্য SQ লিখতে হবে।
- কোন শিক্ষার্থী একাধিক কোটার আবেদন করার যোগ্যতা থাকলে কমা (,) দিয়ে একাধিক কোটা উল্লেখ করতে হবে।
- কোন ধরনের কোটা না থাকলে কোটার জায়গায় কিছু লিখতে হবেনা।
- ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, কলেজ/মাদরাসার EIIN ও নাম, গ্রুপের নাম ও শিফট সহ ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে।
- আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে লিখতে হবে CAD<space>YES<space>PIN<space>CONTACT NUMBER