একাদশ শ্রেণী ভর্তি প্রক্রিয়া (২০১৬-২০১৭) | অনলাইন এবং SMS

by saif71 ⋅ Last Updated :
May 25, 2016 | 06:59 PM

গুরুত্বপুর্ন তারিখ সমুহঃ

অনলাইনে আবেদন শুরু: ২৬ মে, ২০১৬
অনলাইনে আবেদন শেষ তারিখ: ৯ জুন, ২০১৬

নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ ঃ ১৬ জুন ২০১৬

প্রথম মেধাতালিকার শিক্ষার্থীদের ভর্তি শুরুঃ ১৮ জুন থেকে ৩০ জুন
দ্বিতীয় মেধাতালিকা প্রকাশঃ ৬ জুলাই ২০১৬
দ্বিতীয় মেধাতালিকার শিক্ষার্থীদের ভর্তি শুরুঃ ৭ জুলাই থেকে ১০ জুলাই

রিলিজ স্লিপ এর মাধ্যমে অ্যাপ্লিকেশন তারিখ: ৭ জুলাই থেকে ৮ জুলাই, ২০১৬

রিলিজ স্লিপ ফলাফল: ৯ জুলাই,২০১৬

ভর্তিযোগ্যতাঃ ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের এসএসসি উত্তীর্ণ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের পরীক্ষার্থী।

আবেদন ফিঃ অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১ টি কলেজে আবেদন করলে ১৫০/- টাকা এবং ১০টি কলেজে আবেদন করলেও ১৫০/- চার্জ । অনলাইনে মাত্র একবারই আবেদন করা যাবে। এসএমএসে প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি দিতে হবে।

আপনার কাঙ্খিত কলেজের EIIN নম্বর জানা না থাকলে জেনে নিন এখানে।

ভর্তি ফিঃ

  • মফস্বল/পৌর (উপজেলা) এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকূল্যে ১ হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকার বেশি হবে না।
  • ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ৫ হাজার টাকার বেশি নিতে পারবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকায় আংশিক এমপিওভুক্ত বা এমপিও বর্হিভূত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও এমপিও বর্হিভূত শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের জন্য ভর্তির সময় ভর্তি ফি, সেশন চার্জ ও উন্নয়ন ফি বাবদ বাংলা মাধ্যমে ৯ হাজার টাকা এবং ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি নিতে পারবে না।
  • কোনো শিক্ষার্থীর কাছ থেকে অনুমোদিত ফি’র বেশি নেওয়া যাবে না এবং অনুমোদিত সব ফি গ্রহণের ক্ষেত্রে যথাযথ রশিদ প্রদান করতে হবে।
  • দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উল্লিখিত ফি যতদূর সম্ভব মওকুফের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

SMS এর মাধ্যমে ভর্তির আবেদন –

SMS এর মাধ্যমে আবেদন শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে করা যাবে। আবেদনের জন্য মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে এভাবে টাইপ করতে হবে-

CAD <space> ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIIN<space>ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর <space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর<space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর<space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন <space>ভর্তিচ্ছু শিফটের নাম <space>ভার্সন<space>কোটার নাম

এরপর মেসেজটি send করতে হবে ১৬২২২ নাম্বারে ।
উদাহরণ: CAD 696954 SC DHA 123456 2016 D B FQ

  • এখানে 696954-ভর্তিচ্ছু কলেজ/সমমান প্রতিষ্ঠানের EIIN
  • SC-ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর (Science= SC)
  • DHA-এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর
  • 123456-আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর
  • 2016-এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন
  • D- শিফটের নামের প্রথম অক্ষর
  • B-ভার্সন এর প্রথম অক্ষর
  • FQ- মুক্তিযোদ্ধা কোটা)।

অনলাইনে আবেদন

ভর্তিচ্ছু গ্রুপের কিওয়ার্ডঃ

* সাধারন বোর্ডঃ

  • Science এর জন্য SC
  • Humanitie এর জন্য HU
  • Business Studies এর জন্য BS
  • Home Economics এর জন্য HE
  • Islamic Studies এর জন্য ISএবং
  • Music এর জন্য MC লিখতে হবে।

* মাদরাসা বোর্ডঃ

  • Science এর জন্য SC
  • General এর জন্য GE
  • Muzabbid এর জন্য MU লিখতে হবে।

* কারিগরি শিক্ষা বোর্ডঃ

  • [ HSCVOC (Agro Machinary AM Automobile এর জন্য AU
  • Building Maintenance and Construction এর জন্য BC
  • Clothing and Garments Finishing এর জন্য CG
  • Computer Operation and Maintenance এর জন্য CO
  • Drafting Civil এর জন্য DC
  • Electronic Works and Maintenance এর জন্য EW
  • Electronic Control and Communication এর জন্য EC
  • Fish Culture and Breeding এর জন্য FC
  • Industrial Wood Working এর জন্য IW ]
  • [ HSCBM (Accounting এর জন্য HA
  • Banking এর জন্য HB
  • Computer Operation এর জন্য HC
  • Entreprenuership Development এর জন্য HE)
  • [ Dip-In-Commerce (Shorthand এর জন্য DS, Accounting এর জন্য DA)] লিখতে হবে।

শিফটের ক্ষেত্রেঃ

  • Morning এর জন্য M
  • Day এর জন্য D
  • Evening এর জন্য E এবং
  • ভর্তিচ্ছু কলেজের যদি কোন শিফট না থাকে সে ক্ষেত্রে N লিখতে হবে।

ভার্সনের ক্ষেত্রেঃ

  • বাংলা ভার্সনের ক্ষেত্রে B আর ইংলিশ ভার্সন এর ক্ষেত্রে E লিখতে হবে।

কোটার ক্ষেত্রেঃ

  • মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রনালয়,
  • শিক্ষা মন্ত্রনালয়ের অধিনস্ত দপ্তরসমুহ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সন্তানদের কোটার জন্য EQ এবং
  • সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘোষিত বিশেষ কোটার জন্য SQ লিখতে হবে।
  • কোন শিক্ষার্থী একাধিক কোটার আবেদন করার যোগ্যতা থাকলে কমা (,) দিয়ে একাধিক কোটা উল্লেখ করতে হবে।
  • কোন ধরনের কোটা না থাকলে কোটার জায়গায় কিছু লিখতে হবেনা।
  • ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, কলেজ/মাদরাসার EIIN ও নাম, গ্রুপের নাম ও শিফট সহ ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে।
  • আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে লিখতে হবে CAD<space>YES<space>PIN<space>CONTACT NUMBER
একাদশ শ্রেণী ভর্তি প্রক্রিয়া (২০১৬-২০১৭) | অনলাইন এবং SMS

Sponsored Products

আরো দেখুন


Articles from partners

    EduportalBD Mobile App

    Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

    App download Call to Action