PC তে বাংলা ফন্ট(Bangla Font) এর সমস্যা?আজই সমাধান করুন!!!

by Secret Cyber Spy ⋅ Last Updated :
April 29, 2020 | 09:36 AM

বাংলা ফন্ট (Bangla Font)

শুভ সকাল/দুপুর/বিকেল।আশা না বিশ্বাস করি আপনারা সবাই খুব ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে ভাবলাম EduportalBD তে একটা ব্লগ লিখব, কিন্তু কি লিখব তা আর ভেবে পাচ্ছিলাম না।(কি করবো বলেন ব্লগ লিখতে ইচ্ছা করে কিন্তু মেমোরী ভালো না তাই সব ভুলে যাই ! যাই হোক , ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পিসি অন করতে যাবো এমন সময় এক ফ্রেন্ড ফোন দিয়ে বলল, “দোস্ত আমার পিসি তে বাংলা দেখা যায় না , কি করি বলতো?” আমি তো মহাখুশি যাক, আজকে লেখার একটা বিষয় পেয়ে গেলাম।ফ্রেন্ডকে শর্ট-কাট ভাবে বুঝিয়ে দিলাম। তারপর লেখা শুরু করলাম।

বাংলা পড়ার জন্য আপনার কম্পিঊটারে “ইউনিকোড” সমর্থিত ফন্ট থাকতে হবে। যদি না থাকে তাহলে ডাউনলোড করে নিন।

আপনি আপনার পছন্দ মতো বাংলা ফন্ট ডাউনলোড করতে পারেন।ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন ডাউনলোড করা ফন্টটি এবার ইন্সটাল করতে হবে। ইন্সটাল করার জন্য নিম্ন-লিখিত পদ্ধতিটি অনুসরণ করুন।

  • Start->Run এ গিয়ে Fonts লিখে ok করুন।
  • নতুন যে উইন্ডো আসবে তাতে পূর্বের ডাঊনলোড করা ফন্টটি Copy করে Paste করুন। ব্যস, ইন্সটাল হয়ে গেল।

অথবা এই ভিডিওটি দেখুনঃ

অথবা ফন্ট ডাউনলোড করে ডাবল ক্লিক করলেও ফন্ট ইন্সটল হয়ে যাবে যদি আপনি Windows 8.1, Windows 10 অথবা Windows 11 ব্যবহার করেন।

PC তে বাংলা ফন্ট(Bangla Font) এর সমস্যা?আজই সমাধান করুন!!!

Sponsored Products

আরো দেখুন


EduportalBD Mobile App

Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

App download Call to Action