সবাইকে HSC-২০১৪ এর ফলাফল এর জন্য শুভকামনা। যে হারে এবার প্রশ্ন ফাস হয়েছে তাতে মনে হয় না কারো এব্যপারে টেনশন থাকার কথা। যাই হোক,
প্রতি বছর এইচ এস সি/আলিম/সমমানের রেজাল্ট দেখার নিয়ম প্রায় এক। এবং দূর ভবিশ্যতেও কোনোদিন চেঞ্জ হওয়ার কনো সম্ভাবনা নেই। এইচ এস সি/আলিম/সমমানের পরীক্ষার ফলাফল দুই ভাবে দেখতে পারেন।
-
মোবাইল এ এস এম এস(SMS) এর মাধ্যমে।
-
ওয়েব সাইট থেকে।
মোবাইল থেকে দেখার প্রক্রিয়া
আপনার মোবাইলের মেসেজ অপশনে যান।তারপর
HSC
তারপর Send করে দিন 16222 নম্বরে।
প্রতি এস এম এস(SMS) এ ২.৩০৳ কাটা হবে।
Ex: HSC DHA 423065 2014 — send to 16222
এইচ এস সি/দাখিল/সমমানের রেজাল্ট ওয়েব সাইট থেকেঃ
এইচ.এস.সি(HSC) রেজাল্ট ওয়েব সাইট থেকেও দেখতে পারেন।
-
প্রথমে এখানে ক্লিক করুন https://www.educationboardresults.gov.bd/
-
এবার HSC সিলেক্ট করুন
-
Year সিলেক্ট করুন আপনি রেজাল্ট প্রকাশ হল সেই বছর।
-
Board সিলেক্ট করুন যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন। (2014)
-
Roll হবে আপনার এইচ এস সি(HSC) /যে পরীক্ষা দিচ্ছেন তার বোল নম্বর।
এবার Submit বাটনে ক্লিক করুন।রেজাল্ট আপনার সামনে হাজির হয়ে যাবে।
সবার রেজাল্টের শুভ কামনা করি।
আর যাদের রেজাল্ট খারাপ(আল্লাহ না করুক) হবে তাদের বলব হতাশ হবেন না,মনে রাখবেন বিশ্বের বেশিরভাগ বিখ্যার ব্যক্তি ফেল করেছিল। তবে তারা প্রশ্ন আগের দিন রাতে পেয়ে ফেল করে নাই। অতএব যদি ফেল করেন, বুঝবেন ইতিহাস করে ফেলছেন।