গতকাল৭ মে,২০১২ তারিখ এস.এস.সি-২০১২ এর ফলাফল প্রকাশিত হয়েছে,যারা ভালো/মোটামুটি রেজাল্ট করে উত্তীর্ণ হয়েছ তাদের সবাইকেই আমার আন্তরিক শুভেচ্ছা। আর যারা পাশ করতে পারেননি তাদের বলব,মন খারাপ করার কিছু নেই, অনেক বড় বড় ব্যাক্তিরা ও ফেল করেছে। :Pমাইক্রোসফট কোম্পানির মালিক বিলগেটসের উক্তিটা মনে আসে না? ” I Failed in some subjects in the exam but my Friend Passed in all. Now he is an Engineer in Microsoft & I am the owner of Microsoft”-(Bill Gates).
যাই হোক, কখনো হতাশ হবেন না।অতীতের কথা ভেবে তো আর লাভ নেই তাই সবসময় বর্তমান ও ভবিষ্যত নিয়ে চিন্তা করবেন।বেশী লেকচার দিয়ে দিলাম,এবার কাজের কথা বলি।আমি আপনাদের এবার SSC-2012 এর ১০ টি শিক্ষবোর্ডের পাসের হার ও মোট GPA-5 এর সংখ্যা জানাবো।
প্রথমেই জানিয়ে দিই বরাবরের মতো এবারও পূর্ব বছরের চেয় এবারের পাসের হার ও GPA-5 এর সংখ্যা বেড়েছে।(হাততালি দিন)
সারা বাংলাদেশে গড় পাসের হার ৮৬.৩৭%
মোট GPA-5 ৮২,২১২ জন।
- ঢাকা বোর্ডঃ-
পাসের হার ৮৫.৯৫%মোট GPA-5 ২৫,৬২৯ জন।
- রাজশাহী বোর্ডঃ-
পাসের হার ৮৮.৩৩%মোট GPA-5 ১০,৭২৬ জন।
- চট্টগ্রাম বোর্ডঃ-
পাসের হার ৭৮.৯৬%মোট GPA-5 ৫,১২১ জন।
- বরিশাল বোর্ডঃ-
পাসের হার ৮৬.৯৬%মোট GPA-5 ২,৭৩০ জন।
- সিলেট বোর্ডঃ-
পাসের হার ৯১.৭৮ %মোট GPA-5 ২,৬১১ জন।
- যশোর বোর্ডঃ-
পাসের হার ৮৭.১৬%মোট GPA-5 ৫,৮২৫ জন।
- কুমিল্লা বোর্ডঃ-
পাসের হার ৮৫.৬৪%মোট GPA-5 ৫,১৭৯ জন।
- দিনাজপুর বোর্ডঃ-
পাসের হার ৮৭.১৬%মোট GPA-5 ৭,৪৩১ জন।
- কারিগরি শিক্ষা বোর্ডঃ-
পাসের হার ৮০.৬৯%মোট GPA-5 ৩,৫২৪ জন।
- মাদ্রাসা শিক্ষা বোর্ডঃ-
পাসের হার ৮৮.৪৭%মোট GPA-5 ১৩,৪৩৬ জন।