LAST UPDATED 30 JUNE,2023
Table of contents
Open Table of contents
- ইআইআইএন(EIIN) কি?
- কিভাবে বাংলাদেশের যেকোন সরকারি প্রাথমিক স্কুল এর ইআইআইএন(EIIN) খুঁজে পাবেন?
- সাধারণ জিজ্ঞাসা
- আমি আমার স্কুলের EIIN কোড জানি না । স্কুলের EIIN কোড জানার কোন উপায় আছে কি?
- কিছু সরকারি প্রাইমারী স্কুল এর EIIN নাম্বার পাওয়া যায় না কেনো?
- আমি EIIN খুজে পাচ্ছি না, এখন কি করতে পারি?
- প্রাথমিক বিদ্যালয়ের কি EIIN নম্বর থাকে না ? শুধু কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েরই থাকে?
- সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও EIIN কিভাবে পাবো?
- সরকারী প্রাথমিক বিদ্যালয় এর তালিকা ও EIIN কিভাবে পাবো?
ইআইআইএন(EIIN) কি?
EIIN হল এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর। ইআইআইএন(EIIN) প্রতিটি প্রতিষ্ঠানের জন্য পৃথক হয়। এটি একটি স্কুল বা কলেজকে অন্যান্য প্রতিষ্ঠানকে আলাদা করতে ব্যবহৃত হয়।এটি প্রতিটি প্রতিষ্ঠানকে একে অপরের থেকে আলাদা করে চিনতে ব্যাবহার করা হয় ।
কিভাবে বাংলাদেশের যেকোন সরকারি প্রাথমিক স্কুল এর ইআইআইএন(EIIN) খুঁজে পাবেন?
ডেস্কটপ / ল্যাপটপ / ওয়েবসাইট থেকে
যেকোন সরকারি প্রাথমিক স্কুল এর ইআইআইএন(EIIN) সন্ধানের জন্য সমস্ত সরকারি প্রাথমিক স্কুলের তালিকা পেতে প্রথমে এখানে ক্লিক করুন। তারপর সার্চ বক্স এ স্কুলটির নাম টাইপ করুন।
মোবাইল থেকে
মোবাইল থেকে প্রাথমিক বিদ্যালয় এর ইআইআইএন বা কোড খুজে পেতে চাইলে উপরের লিঙ্কটি ব্যবহার করতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন আমাদের অফিসিয়াল মোবাইল অ্যাপ।
- প্রথমে Google Play Store ওপেন করে সার্চ করুন EduportalBD অথবা ক্লিক করুন এই লিঙ্ক এ
- ইন্সটল করার পর অ্যাপটি ওপেন করে কান্ট্রি সিলেক্ট করুন বাংলাদেশ।
- তারপরের পেইজে থাকা কার্ডগুলো থেকে ট্যাপ করুন “Primary Schools” এ
- যেই পেইজটি আসবে সেখানে সার্চ বক্স এ লিখুন আপনার স্কুল এর নাম।
- লিষ্ট থেকে যেকোনো স্কুলের নামে ক্লিক করলেই পেয়ে যাবেন সেই স্কুল এর সব তথ্য।
ভিডিও টিউটোরিয়াল
আরো বিস্তারিত জানতে অথবা কোনো কিছু বুঝতে সমস্যা হলে দেখতে পারেন এই ভিডিওটি।
সাধারণ জিজ্ঞাসা
আমি আমার স্কুলের EIIN কোড জানি না । স্কুলের EIIN কোড জানার কোন উপায় আছে কি?
EIIN নাম্বার আপনি খুব সহজেই জানতে পারেন EduportalBD.com এর ওয়েবসাইট বা অ্যাপ থেকে। এই আর্টিকেল এর উপরে বিস্তারিত লিখা আছে কিভাবে EIIN / EMIS কোড খুজে পাবেন
কিছু সরকারি প্রাইমারী স্কুল এর EIIN নাম্বার পাওয়া যায় না কেনো?
সকল সরকারি প্রাথমিক স্কুল EIIN নাম্বার হয় না। মূলত সরকারি প্রাথমিক স্কুল এর EMIS Code হয়।
আমি EIIN খুজে পাচ্ছি না, এখন কি করতে পারি?
কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের eiin number বা code না পেলে পড়ুন আমাদের এই গাইডটি
প্রাথমিক বিদ্যালয়ের কি EIIN নম্বর থাকে না ? শুধু কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েরই থাকে?
সাধারনত সব প্রাথমিক বিদ্যালয় এর EIIN কোড থাকে না। শুধুমাত্র EMIS কোড থাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সবগুলোরই ইআইআইএন নাম্বার অবশ্যই থাকবে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের EIIN জানতে এখানে ভিজিট করুন।
সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও EIIN কিভাবে পাবো?
EIIN নাম্বার আপনি খুব সহজেই জানতে পারেন EduportalBD.com এর ওয়েবসাইট বা অ্যাপ থেকে। এই আর্টিকেল এর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন কিভাবে EIIN / EMIS কোড খুজে পাবেন
সরকারী প্রাথমিক বিদ্যালয় এর তালিকা ও EIIN কিভাবে পাবো?
সরকারী প্রাথমিক বিদ্যালয় এর তালিকা ও EIIN নাম্বার আপনি খুব সহজেই খুজে পাবেন EduportalBD.com এর ওয়েবসাইট বা অ্যাপ থেকে। এই আর্টিকেল এ বিস্তারিত লিখা আছে কিভাবে EIIN / EMIS কোড খুজে পাবেন
ইআইআইএন(EIIN) সন্ধান করতে এখনও সমস্যা হচ্ছে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ফেসবুক এ।