ঢাকা বোর্ডে সেরা ১০ স্কুল

by saif71 ⋅ Last Updated :
May 17, 2014 | 07:50 AM

LAST UPDATED: MAY 17, 2023

এই ব্লগটির মাধ্যমে ঢাকা বোর্ড এর সেরা ১০টি স্কুল এবং যে বিষয়গুলোর উপর ভিত্তি করে ঢাকা বোর্ডের সেরা ১০টি স্কুল নির্বাচন করা হয়েছে তা সম্পর্কে জানানোর চেষ্টা করবো আমরা। যার মাধ্যমে অভিভাবকগন তাদের সন্তানের জন্য সহজে সেরা স্কুলটি নির্বাচন করতে পারবেন। উপরন্তু, এই ব্লগটি ঢাকার বাইরে থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ ।

Table of contents

Open Table of contents

এক নজরে ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড বাংলাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম শিক্ষা বোর্ডগুলির মধ্যে একটি। এটি ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের অধীনে ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকে এটি দেশের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা পরিচালনা করে থাকে ঢাকা শিক্ষা বোর্ড ।

যেভাবে সেরা স্কুলগুলোকে নির্বাচন করা হয়েছে

  • শিক্ষার মান: একটি শিক্ষাপ্রতিষ্ঠান এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটির শিক্ষার মান। শিক্ষার মান নির্ভর করে মূলত শিক্ষকের অভিজ্ঞতা, যোগ্যতা, স্কুলের শিক্ষাদান এর পদ্ধতি ইত্যাদি এর উপর।

  • কারিকুলাম ও কো-কারিকুলামঃ একটি স্কুলের কো-কারিকুলামগুলো শিক্ষার্থীদের ক্লাসের বাইরের দক্ষতা এবং আগ্রহ বিকাশে সহায়তা করে । একটি স্কুলের সু-পরিকল্পিত কারিকুলামও একটি আবশ্যিক বিষয়।

  • খ্যাতি এবং স্বীকৃতি: একটি খ্যাতিমান ও সর্বস্বীকৃত স্কুলের শিক্ষার মান, প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা উন্নত এবং অভিজ্ঞ শিক্ষক থাকার সম্ভাবনা বেশি।

  • শিক্ষার্থীদের রেজাল্ট: শিক্ষার্থীদের ফলাফল এর মাধ্যমে মূলত একটি প্রতিষ্ঠান এর সফলতা সম্পর্কে জানা যায় ।

  • অবকাঠামোগত সুবিধা: স্কুলের অবকাঠামোগত সুযোগ-সুবিধা যেমন-আধুনিক ক্লাসরুম, ল্যাবরেটরি, লাইব্রেরি এবং খেলাধুলার সুবিধা শিক্ষার্থীদের পড়ালেখার মান বাড়াতে বড় ভূমিকা রাখে ।

ঢাকা বোর্ড এর সেরা ১০টি স্কুল

এখন আমরা জানবো ঢাকা বোর্ড এর সেরা ১০টি স্কুল সম্পর্কে।

রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ

রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ এর প্রতিষ্ঠা হয় ১৯৯৪ সালে। এই প্রতিষ্ঠানের EIIN নাম্বার হলো 108573। এটি ঢাকার উত্তরা মডেল টাউন এর সেক্টর-৬ এ অবস্থিত। এটিতে ইংলিশ ও বাংলা মিডিয়াম উভয়ই রয়েছে। এই প্রতিষ্ঠানটি ঢাকা মেট্রোরেল এর উত্তর উত্তরা ষ্টেশন এর কাছাকাছি । মেট্রোরেল ষ্টেশন, নতুন সময়সূচী, ভাড়া তালিকা ও অন্যান্য সকল তথ্য জানতে এখানে ক্লিক করুন

এই স্কুলের মোবাইল নাম্বার ও বিস্তারিত তথ্য পেতে এখানে ক্লিক করুন

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা হয় ১৯৬৫ সালে। এই প্রতিষ্ঠানের EIIN নাম্বার হলো 108277। এই প্রতিষ্ঠান এর মূল শাখার ঠিকানা হলো ২, পীরজঙ্গী মাজার, মতিঝিল। এই স্কুল এর মোট ৩টি শাখা রয়েছে। এটিতে ইংলিশ ও বাংলা ভার্সন উভয়ই রয়েছে।

এই স্কুলের মোবাইল নাম্বার ও বিস্তারিত তথ্য পেতে এখানে ক্লিক করুন

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা হয় ১৯৫২ সালে। এই প্রতিষ্ঠানের EIIN নাম্বার হলো 108357 । এই প্রতিষ্ঠান এর মূল শাখার ঠিকানা হলো ১/এ, নিউ বেইলি রোড। এটির মোট ৪টি শাখা রয়েছে।

এই স্কুলের মোবাইল নাম্বার ও বিস্তারিত তথ্য পেতে এখানে ক্লিক করুন

মাইলষ্টোন স্কুল অ্যান্ড কলেজ

মাইলষ্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা হয় ২০০২ সালে। এই প্রতিষ্ঠানের EIIN নাম্বার হলো 108572 । এই প্রতিষ্ঠান এর ঠিকানা হলো ৪৪,গরিব-ই-নেওয়াজ এভিনিউ,উত্তরা।

এই স্কুলের মোবাইল নাম্বার ও বিস্তারিত তথ্য পেতে এখানে ক্লিক করুন

মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ

মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা হয় ১৯৮০ সালে। এই প্রতিষ্ঠানের EIIN নাম্বার হলো 130865। এই প্রতিষ্ঠান এর ঠিকানা হলো মতিঝিল এজিবি কলোনি ।এটির মোট ২টি শাখা রয়েছে।

এই স্কুলের মোবাইল নাম্বার ও বিস্তারিত তথ্য পেতে এখানে ক্লিক করুন

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রতিষ্ঠা হয় ১৯৬০ সালে । এই প্রতিষ্ঠানের EIIN নাম্বার হলো 108258। এই প্রতিষ্ঠান এর ঠিকানা হলো ৩/এ শাহজাহান রোড, মোহাম্মদপুর। এটি ঢাকার অন্যতম সেরা বোর্ডিং স্কুল এর মধ্যে একটি।

এই স্কুলের মোবাইল নাম্বার ও বিস্তারিত তথ্য পেতে এখানে ক্লিক করুন

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ প্রতিষ্ঠা হয় ১৯৬০ সালে । এই প্রতিষ্ঠানের EIIN নাম্বার হলো 107855। এটি ঢাকা ক্যান্টনমেন্ট এ অবস্থিত ।

এই স্কুলের মোবাইল নাম্বার ও বিস্তারিত তথ্য পেতে এখানে ক্লিক করুন

মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়

এটি ঢাকার অন্যতম একটি ঐতিহ্যবাহী স্কুল যা ১৯৫৭ সালে প্রতিষ্ঠা হয়। এই প্রতিষ্ঠানের EIIN নাম্বার হলো 132088। এটি আউটার সার্কুলার রোড, রাজারবাগ এ অবস্থিত।

এই স্কুলের মোবাইল নাম্বার ও বিস্তারিত তথ্য পেতে এখানে ক্লিক করুন

ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল

ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল প্রতিষ্ঠা হয় ১৯৬৫ সালের ২১ মার্চ। এই প্রতিষ্ঠানের EIIN নাম্বার হলো 107960। এটি ২৭,মিরপুর রোড এ অবস্থিত।

এই স্কুলের মোবাইল নাম্বার ও বিস্তারিত তথ্য পেতে এখানে ক্লিক করুন

হলি ক্রস গার্লস হাই স্কুল

হলি ক্রস গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা হয় ১৯৫১ সালে। এই প্রতিষ্ঠানের EIIN নাম্বার হলো 130757 । এটি হলিক্রস কলেজ রোড, তেজগাঁও এ অবস্থিত।

এই স্কুলের মোবাইল নাম্বার ও বিস্তারিত তথ্য পেতে এখানে ক্লিক করুন


উপরের তালিকায় আমরা জানলাম ঢাকা বোর্ড এর সেরা স্কুলগুলো সম্পর্কে। আপনারা চাইলে ঢাকার সেরা ১০টি ইংলিশ মিডিয়াম স্কুল এর তালিকাটি দেখতে পারেন এই লিঙ্ক এ - “Top 10 English medium schools in Dhaka”

সকল শিক্ষা প্রতিষ্ঠান এর EIIN জানতে ক্লিক করুন এখানে - “EIIN

Sponsored Products

আরো দেখুন


Articles from partners

    EduportalBD Mobile App

    Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

    App download Call to Action