এসএসসির ফলাফল প্রকাশ করা হয়েছে ৩১ মে ২০২০ । যারা এই প্রাক নিবন্ধন করেছেন তারা প্রথম দিকে ফল পেয়েছেন । তবে আগের মতো নির্ধারিত পদ্ধতিতেও খুদে বার্তায় ফল জানা যাবে। নতুন ব্যবস্থায় প্রাক নিবন্ধন করা থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মোবাইলে ফল জানিয়ে দেওয়া শুরু হয়েছে সকাল ১০ টা থেকে ।
SSC/HSC রেজাল্ট দেখার নিয়ম প্রায় এক। তাই এবছরও নতুনত্বের কোনো মানে হয় না।এস.এস.সি(SSC) /এইচ.এস.সি(HSC) রেজাল্ট দুই ভাবে দেখতে পারেন।
- মোবাইলে এস এম এস(SMS) এর মাধ্যমে।
- ওয়েবসাইট থেকে।
মোবাইল থেকে দেখার প্রক্রিয়া
এস এস সি(SSC) / এইচ.এস.সি(HSC) রেজাল্ট মোবাইল থেকেঃ
আপনার মোবাইলের মেসেজ অপশনে যান। তারপর
SSC<space>আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে সেই বোর্ডের প্রথম ৩ অক্ষর <space> আপনার রোল নম্বর <space> যেই বছর পরীক্ষা দিচ্ছে সেই বছর
তারপর Send করে দিন 16222 নম্বরে। প্রতি এস এম এস(SMS) এ ২.৩০৳ কাটা হবে।
Ex: SSC Dha 423065 2012 send to 16222
এস এস সি(SSC) ও এইচ.এস.সি(HSC) রেজাল্ট ওয়েবসাইট থেকেঃ
এস.এস.সি(SSC) ও এইচ.এস.সি(HSC) রেজাল্ট ওয়েবসাইট থেকেও দেখতে পারেন।
- প্রথমে এখানে ক্লিক করুন www.educationboardresults.gov.bd
- এবার আপনি SSC পরীক্ষার্থী হলে SSC আর আপনি HSC পরীক্ষার্থী হলে HSC সিলেক্ট করুন
- Year সিলেক্ট করুন আপনি রেজাল্ট প্রকাশ হল সেই বছর।
- Board সিলেক্ট করুন যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন।
- Roll হবে আপনার এস এস সি(SSC) /এইচ.এস.সি(HSC) এর বোল নম্বর।
- এবার Submit বাটনে ক্লিক করুন।রেজাল্ট আপনার সামনে হাজির হয়ে যাবে।
সবার রেজাল্টের শুভ কামনা করি।ভালো রেজাল্ট হওয়ার পর ইচ্ছামত মিষ্টি খাবেন ও লাফালাফি করবেন তবে সাবধান হাত-পা ভাঙ্গার দরকার নেই।
আর যাদের রেজাল্ট খারাপ(আল্লাহ না করুক) হবে তাদের বলব হতাশ হবেন না,মনে রাখবেন বিশ্বের বেশিরভাগ বিখ্যাত ব্যক্তি ফেল করেছিল। 🙂
Process for getting HSC result 2018 – In English
এস এস সি এর গ্রেডিং সিস্টেম
Marks Range | Grade Points | Grade |
80 – 100 | 5.00 | A+ |
70 – 79 | 4.00 | A |
60 – 69 | 3.50 | A- |
50 – 59 | 3.00 | B |
40 – 49 | 2.00 | C |
33 – 39 | 1.00 | D |
0 – 32 | 0.00 | F |
