এস.এস.সি.(SSC) ও এইচ.এস.সি(HSC) রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

by তৌফিক

LAST UPDATED:JUN 30, 2023

সহজেই সবার আগে এস এস সি রেজাল্ট দেখতে ডাউনলোড করুন EduportalBD মোবাইল অ্যাপ। ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

এই বছরের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানতে ক্লিক করুন এখানে

SSC/HSC রেজাল্ট দেখার নিয়ম প্রায় এক। এস.এস.সি(SSC) /এইচ.এস.সি(HSC) রেজাল্ট দুই ভাবে দেখতে পারেন।

Table of contents

Open Table of contents

মোবাইল থেকে দেখার প্রক্রিয়া

আপনার মোবাইলের মেসেজ অপশনে যান। তারপর

SSCআপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে সেই বোর্ডের প্রথম ৩ অক্ষর আপনার রোল নম্বর যেই বছর পরীক্ষা দিচ্ছে সেই বছর

তারপর Send করে দিন 16222 নম্বরে। প্রতি এস এম এস(SMS) এ ২.৩০৳ কাটা হবে।

Example:

H.S.C

GENERAL BOARD:

HSC<>BOARD<>ROLL<>YEAR & SEND TO 16222
Example: HSC DHA 893456 2020 & SEND TO 16222

MADRASAH BOARD:

HSC<>MAD<>ROLL<>YEAR & SEND TO 16222

TECHNICAL BOARD:

HSC<>TEC<>ROLL<>YEAR & SEND TO 16222



S.S.C

GENERAL BOARD:

SSC<>BOARD<>ROLL<>YEAR & SEND TO 16222
Example: SSC DHA 893456 2020 & SEND TO 16222

MADRASAH BOARD:

SSC<>MAD<>ROLL<>YEAR & SEND TO 16222

TECHNICAL BOARD:

SSC<>TEC<>ROLL<>YEAR & SEND TO 16222

Keywords for board names:

ওয়েবসাইট থেকে দেখার প্রক্রিয়া

এস.এস.সি(SSC) ও এইচ.এস.সি(HSC) রেজাল্ট ওয়েবসাইট থেকেও দেখতে পারেন।

  1. প্রথমে এখানে ক্লিক করুন www.educationboardresults.gov.bd or eboardresults.com
  2. এবার আপনি SSC পরীক্ষার্থী হলে SSC আর আপনি HSC পরীক্ষার্থী হলে HSC সিলেক্ট করুন
  3. Year সিলেক্ট করুন আপনি রেজাল্ট প্রকাশ হল সেই বছর।
  4. Board সিলেক্ট করুন যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন।
  5. Roll হবে আপনার এস এস সি(SSC) /এইচ.এস.সি(HSC) এর রোল নম্বর।
  6. এবার Submit বাটনে ক্লিক করুন।রেজাল্ট আপনার সামনে হাজির হয়ে যাবে।

সাধারণ প্রশ্নসমুহ

প্রশ্নঃ কখন রেজাল্ট পাব?

উত্তরঃ আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রনালয় ফল(Result) প্রকাশ এর পর ফলাফল(Result) পাবেন ।

প্রশ্নঃ ফলাফল(Result) প্রকাশ এর পর কিভাবে আমি আমার ফলাফল(Result) জানতে পারবো?

উত্তরঃSSC/HSC রেজাল্ট দেখার নিয়ম প্রায় এক। তাই এবছরও নতুনত্বের কোনো মানে হয় না।এস.এস.সি(SSC) /এইচ.এস.সি(HSC) রেজাল্ট দুই ভাবে দেখতে পারেন।-

প্রশ্নঃ এস এম এস (SMS) সার্ভিস এর জন্য কত টাকা চার্জ করা হবে ?

উত্তরঃ ২.৪৪৳/ প্রতি এস এম এস (SMS) ( ভ্যাট সহ )

প্রশ্নঃ আমি ভুল রোল নাম্বার দিলেও কি এস এম এস (SMS) সার্ভিস এর জন্য চার্জ করা হবে ?



উত্তরঃ হ্যাঁ । প্রতিবার এস এম এস (SMS) এর জন্য চার্জ করা হবে?

প্রশ্নঃ আমি এস এম এস (SMS) সার্ভিস এর মাধ্যমে কত গুলো ফলাফল(Result) পেতে পারি ?

উত্তরঃ যত গুলো আপনি চান।

এস এস সি এর গ্রেডিং সিস্টেম

Marks RangeGrade PointsGrade
80 – 1005.00A+
70 – 794.00A
60 – 693.50A-
50 – 593.00B
40 – 492.00C
33 – 391.00D
0 – 320.00F

এইচ এস সি এর গ্রেডিং সিস্টেম

Marks Range Grade Points Grade
80 – 100 5.00 A+
70 – 79 4.00 A
60 – 69 3.50 A-
50 – 59 3.00 B
40 – 49 2.00 C
33 – 39 1.00 D
0 – 32 0.00 F

সবার রেজাল্টের শুভ কামনা করি।ভালো রেজাল্ট হওয়ার পর ইচ্ছামত মিষ্টি খাবেন ও লাফালাফি করবেন তবে সাবধান হাত-পা ভাঙ্গার দরকার নেই।

আর যাদের রেজাল্ট খারাপ(আল্লাহ না করুক) হবে তাদের বলব হতাশ হবেন না,মনে রাখবেন বিশ্বের বেশিরভাগ বিখ্যাত ব্যক্তি ফেল করেছিল।

Sponsored Products

আরো দেখুন


EduportalBD Mobile App

Official mobile app by Eduportalbd.com. Get EIIN number, EMIS code, contact info, address, and tons of other information about any educational institutions in 5 countries.

App download Call to Action